জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে এতদিন ফিঙ্গার প্রিন্ট লক সিস্টেম ছিলনা।এই বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপে প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছিলো যেটা শুধু আইওএস ডিভাইজে কাজ করতো, আইওএস ইউজাররা ফেসআইডি ও ট্যাচ আইডি এনাবল করতে পারতো হোয়াটস অ্যাপ সিকিউরিটি হিসেবে। গত ৩০ অক্টোবর হোয়াটস অ্যাপ ঘোষণা করেছে অ্যান্ড্রয়েড ডিভাইজেও এখন হোয়াটস অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি ইউজ করা যাবে।
এ জন্য ব্যবহারকারীকে সেটিংস থেকে এই ফিচারটি এনাবল করে নিতে হবে। ফিচারটি ইউজ করার জন্য পূর্বে তাকে ফিঙ্গারপ্রিন্টটি নিশ্চিত করতে হবে। তবে হোয়াটস অ্যাপ কিছু বলেনি তারা কবে অ্যান্ড্রয়েডের জন্য ফেস আনলক ফিচারটি হোয়াটস অ্যাপে যুক্ত করবে! তবে আপাতত লেটেস্ট হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ভালোভাবেই কাজ করবে, যদি আপনার ডিভাইজে ফিঙ্গারপ্রিন্ট ফিচারটি মজুদ থাকে।