স্মার্ট ফোন তৈরির প্রতিষ্ঠান স্যামসাং বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি ফোল্ড। গত ফেব্রুয়ারি মাসে প্রথম বিশ্বের সামনে এ ফোনটি তুলে ধরেছিল স্যামসাং।
বর্তমানে বিশ্ববাজারে ফোনটির দাম পড়ছে এক হাজার ৯৮০ ডলার এবং ভারতের বাজারে দাম এক লাখ ৬৪ হাজার ৯৯৯ রুপি। চীনা কম্পানিগুলোর সস্তা ফোন আর অ্যাপলের দৌরাত্ম্যে স্যামসাংয়ের স্মার্টফোন রাজত্ব যখন হুমকির মুখে তখন ফাইভজি সক্ষম ভাঁজ করা নতুন স্মার্টফোনটি দিয়ে আবারও বাজার ফেরাতে চায় স্যামসাং।
নতুন এ ডিভাইস দেখতে বর্তমান ফোনগুলোর মতো হলেও এটিকে বইয়ের মতো খোলা যাবে। যার আকার হবে ৭.৩ ইঞ্চি বা ১৮.৫ সেন্টিমিটার। এটি ভাঁজ করা অবস্থায়ও ৪ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ফোন হিসেবে ব্যবহার করা যাবে। এ ফোনে একসঙ্গে তিনটি অ্যাপ চালানো যাবে। অ্যাপ কন্টিনিউটি নামে ফিচার আছে, যাতে ডিভাইসটি এক মোড থেকে অন্য মোডে চালানো যাবে। ফোনটিতে ক্যামেরা রয়েছে ছয়টি। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এ ফোনটি এখন ও বাংলাদেশের বাজারে আসেনি। তবে স্যামসাং এর পক্ষ থেকে জানানো হয় তারা আত্মবিশ্বাসি এই ফোন দিয়ে তারা আবার বিশ্ববাজারে তাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে