আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান ভারতের রাজধানী দিল্লিতে দূষিত গ্যাস ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা।
তার দাবি, ভারতকে দেখে ঘাবড়ে গিয়ে চীন বা পাকিস্তানই দেশে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
দীপাবলীর পর থেকে দিল্লিতে দূষণ বয়াবহ আকার ধারণ করে। আর এর জন্য রাজনীতিকরাও পরস্পরকে দোষারোপ করে যাচ্ছেন।
মঙ্গলবার আগরওয়াল সারদা বলেন, যে বিষাক্ত হাওয়া বইছে, যে বিষাক্ত গ্যাসে ঢেকে গিয়েছে চারিদিক, হতে পারে কোনো পড়শি দেশ ছড়িয়ে দিয়েছে। আমাদের যারা ভয় পায়, তারাই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আমার তো মনে হয় চীন এবং পাকিস্তানই আমাদের ভয় পায়।
দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির নেতৃত্বে বিজেপি জোট সরকার গড়ায় পাকিস্তান আরও ঘাবড়ে গিয়ে এই ধরনের আচরণ করছে বলেও দাবি করেন বিনীত।
দিল্লির দূষণের জন্য শুরু থেকেই পড়শি দুই রাজ্য হরিয়ানা এবং পাঞ্জাবকে দায়ী করে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
সেখানে ফসলের গোড়া পোড়ানোতেই গোটা দিল্লি ধোঁয়ায় ঢেকে গেছে বলে অভিযোগ তার। কিন্তু তা মানতে রাজি নন বিনীত। কৃষকরা দেশের মেরুদণ্ড, তাদের এভাবে দোষারোপ করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি।
সেরা নিউজ/আকিব