লাইফস্টাইল ডেস্ক:
বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ের সাথে খাওয়ার জন্য একটি মজাদার নাস্তার আইটেমের রেসিপি। মজাদার এই আইটেমটি হচ্ছে সেমাই সুজির বরফি। চলুন তাহলে সেমাই সুজির বরফি তৈরির পদ্ধতি জেনে নেই।
(১) প্রথমে একটি বাটিতে সুজি নিয়ে তাতে ২টি ডিম দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট রেখে দিতে হবে।
(২) তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, জিরাগুঁড়া, লবণ ও ধনেপাতা কুঁচি ইত্যাদি দিয়ে ভালো করে মাখিয়ে নিবো।
(৩) তারপর একটি ট্রেতে বিছিয়ে নিয়ে পছন্দমতো শেইপে কেটে নিতে হবে।
(৪) এবার একটি বাটিতে সেমাই আধা ভেংগে নিবো এবং আরেকটি বাটিতে একটি ডিমে লবণ দিয়ে ফেটিয়ে নিবো।
(৫) এবার সুজির তৈরি বরফিগুলো ডিমে ডুবিয়ে আধা গুড়া সেমাইয়ে গড়িয়ে নিবো।
(৬) এবার একটি প্যানে তেল গরম করে তাতে বরফিগুলো দিয়ে লাল লাল করে ভেঁজে নিবো।
হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করবো মজাদার সেমাই সুজির বরফি। বিকেলের নাস্তায় তৈরি করে উপভোগ করতে পারেন মজাদার এই ডিশটি। বড় ছোট সবারই ভালো লাগবে সুস্বাদু সেমাই সুজির বরফি।
সেরা নিউজ/আকিব