আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আসঙ্কা। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরীয় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কলকাতা থেকে প্রায় ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে।
আগামী ২৪ ঘন্টায় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর অভিমুখ হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। ঘূর্ণিঝড় ‘বুলবুল’–এ পরিণত হওয়ার আগে মাঝ সাগরে নিম্নচাপ বাড়ছে। এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে ধীর গতিতে এগোচ্ছে। বৃহস্পতিবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলের ৪ জেলা দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
শুক্রবার থেকে নতুন করে কাউকে সাগরে মাছ ধরতে না যেতেও বলা হয়েছে। এদিকে আরব সাগরে দানা বাঁধা ঘূর্ণিঝড় ‘মহা’ আছড়ে পড়ার আগে শক্তিক্ষয় করে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামানের কাছে দানা বাঁধা নিম্নচাপটি বুধবার দুপুরে গভীর আকার ধারণ করে পূর্ব–মধ্য এবং সংলগ্ন দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করে রয়েছে। আপাতত সেটি কলকাতা থেকে ১ হাজার ৩০ কিলোমিটার এবং সাগর থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে অবস্থান করে রয়েছে। এখনও পর্যন্ত নিম্নচাপটির যা গতিপ্রকৃতি তাতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল বরাবর এগিয়ে আসতে পারে।সাগরে যত বেশি সময় থাকবে তত বেশি শক্তি অর্জন করবে।