৪৮ ঘন্টা পর লাশ হয়ে ফিরল ওয়াজিদ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
৪৮ ঘন্টা পর লাশ হয়ে ফিরল ওয়াজিদ - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

৪৮ ঘন্টা পর লাশ হয়ে ফিরল ওয়াজিদ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নি’র্মা’ণাধীন চারতলা একটি ভবন খালের ওপর ধসে পড়ে ২ শিশুর মৃ`ত্যুর হয়েছে। তাদের মধ্যে একজন শোয়েব, অন্যজন ওয়াজিদ। ঘটনার দিন রোববার শোয়েবের লা’শ উদ্ধার করা হলেও ওয়াজিদের লা’শ মিলল মঙ্গলবার।এ দিকে ওয়াজিদ কোরআন শ’রীফ আনতে গিয়ে ভবনে চাপা পড়ে বলে জানিয়েছে তার স’ঙ্গে থাকা আরেক শিশু স্বপ্না।

সে জানায়, প্রতিদিনের মতো রোববার বিকালে ওই ভবনে শিক্ষক সোনিয়া বেগমের কাছে তার সঙ্গে ওয়াজিদ ও শোয়েব আরবি পড়ছিল।তখন হঠাৎ শিক্ষক তাদের বলেন, ভবনটি কাঁপছে। এ কথা শোনার পরপরই তারা তিনজন পড়া রেখে উঠে দাঁড়ায়।এরপর এলাকার একজন নারী চিৎকার করে তাদের বাসা থেকে বের হয়ে আসতে বললে ওয়াজিদ দৌড়ে বের হয়ে আসে।পরক্ষণেই সে ভেতরে আবার ছুটে যায় কোরআন শরী’ফ নিয়ে আসার জন্য। আর এ সময়ই ভবনটি বিকট শব্দে ধসে পড়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা কোনোমতে পানি থেকে উপরে উঠতে পারলেও ওয়াজিদ পারেনি।

রোববার বিকালে নারায়ণগঞ্জ ফতুল্লার বাবুরাইল মুন্সিবাড়ি এলাকায় ৪তলা নির্মাণাধীন চারতলা একটি ভবন খালের ওপর ধসে পড়ে ২ শিশুর মৃ’ত্যু হয়।ওইদিন শোয়েব নামে এক স্কুলছাত্র মা’রা যায়। এ ছাড়া ওয়াজিদ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ ছিল। মঙ্গলবার তার লা’শ উদ্ধার করা হয়।এ ঘটনায় ৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন নিহ’ত স্কুলছাত্র শোয়েবের মামা রনি। মামলার আসামিরা হলেন ভবনের মালিক জেবউননেছা, তার তিন ছেলে আজহার উদ্দিন, বাবু, সুমন ও মেয়ে শিউলী আক্তার।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, দুর্বল নির্মাণশৈলী ও অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে যার ফলে ভবনটি ধসে পড়েছে এবং এই হ’তাহ’তের ঘটনা ঘটেছে এমন অভিযোগ এনে ভবনের মালিকপক্ষের ৫ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360