ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সমুদ্রে গভীরভাবে ঘনীভূত হয়ে শনিবার (৯ নভেম্বর) দুপুর নাগাদ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুন্দরবন ও খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়, ‘বুলবুল’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া অধিদফতর বলছে, বুলবুলের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যা ১১ তারিখ পর্যন্ত থাকবে। ১২ তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ ১৮টি রুটে ৬৫ ফুটের নিচে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ পটুয়াখালী। পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। জেলার সর্বত্র মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, শক্তি সামর্থ্য যাই হোক না কেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে খুলনা, বরিশাল উপকূলসহ ঢাকা ও এর আশপাশের অঞ্চলে বৃষ্টি হতে পারে।