বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন একের পর এক বাংলাদেশী মানবেতর পরিস্থিতির স্বীকার হয়ে ফিরে আসছেন ঠিক তখনই আলজেরিয়া থেকে এক ভিডিওতে কিছু বাংলাদেশী তাদের জীবন বাচানোর আকুল আবেদন জানালেন।
মুন্সিগঞ্জের ছেলে সুমন, দেলওয়ার, মহসিন, হেলাল ও আলমগীর। ভাগ্য বদলাতে তারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন।রিক্রুটিং এজেন্সি তাদের আলজেরিয়া পাঠায়। স্বপ্ন দেখায়, প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা বেতন। আলজেরিয়া থেকে মরক্কো হয়ে স্পেন যেতে পারবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আলজেরিয়ায় আটকা পড়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দেশে ফেরার জন্য তারা আকুল আবেদন জানিয়েছে। পরিবারগুলোর আবেদনের প্রেক্ষিতে তাদের উদ্ধারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন জানিয়েছে ব্র্যাক। বোর্ড থেকে এ ব্যাপারে দূতাবাসকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে।
আটকে পড়া প্রবাসী ও তাদের স্বজনরা জানিয়েছেন, উচ্চ বেতন, ভালো কাজের সম্ভাবনা আর সহজ পথে স্পেন প্রবেশের রঙ্গিন স্বপ্ন দেখিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশি যুবকদের। স্বপ্ন দেখানোর জন্য নেওয়া হচ্ছে নানা কৌশল, অফিসগুলোতে রাখা হয়েছে বিশ্ব মানচিত্র, দেখানো হচ্ছে আলজেরিয়া থেকে মরক্কো আর মরক্কো থেকে স্পেনের দূরত্ব।
ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, আলজেরিয়াতে আটকে পড়া সাতজনের পরিবার আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আলজেরিয়াতে অবস্থানরত ওই বাংলাদেশিদের নিরাপদে দ্রুত দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে গত ৯ অক্টোরর আমরা লিখিতভাবে আবেদন করেছি। বোর্ড থেকে চিঠি দেওয়া হয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাসে। তবে সার্বিক ঘটনা শুনে আমাদের মনে হচ্ছে, স্পেনের স্বপ্ন দেখিয়ে তাদের পাঠানো হচ্ছে। বিষয়টা উদ্বেগজনক। আশা করছি সেখানকার দূতাবাস থেকে সরকারকে এ ব্যাপারে করণীয় জানানো হবে। দ্রুত এই ধরনের প্রতারণা বন্ধ করতে না পারলে আরো অনেককে বিপদে পড়তে হবে। দেশের ভাবমুর্তিও ক্ষুণ্ণ হবে। আশা করি মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।