এ প্রজন্মের অন্যতম সফল গায়ক ও অভিনেতা তাহসান খান গতকাল শুক্রবার (৯ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে এ একটি অনুষ্ঠানে গান পরিবশেন করেন। সেখানে তাহসান তার ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গাচ্ছিলেন। গানটির ‘এখনো বৃষ্টি পড়ে-বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ লাইনটি গাওয়ার পর দর্শক-ভক্তরা তাহসানের কণ্ঠে তাল মিলিয়ে আওয়াজ তুলতে থাকেন। দর্শকরা তুমি নেই উচ্চারণ করে উচ্ছ্বসিত হয়ে উঠেন।
এ সময় গানের সঙ্গে তাল মিলিয়ে তাহসান ‘একদিন এই বেইলী রোডে বৃষ্টিতে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই, আই ডোন্ট কেয়ার’ বলেন, যা দর্শকদের কাছে আবেগময় এক আবহাওয়ার সৃষ্টি করে। মুহুর্তেই যা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয়তো কথাটা কাউকে উদ্দেশ্য করেই বলেছেন কিংবা স্মৃতিকাতর হয়ে বলেছেন অথবা বেইলি রোডে তরুণ-তরুণীদের প্রেমালাপ বা আড্ডার জন্য জন্যপ্রিয় স্থান তাই হয়তো তেমনই উদাহরণ টেনে কথাটা বলেছেন।তবে তাহসান যে অর্থেই কথাটা বলুক না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আলোচনা কিংবা উপস্থিত দর্শকদের মনোভাব দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকের ইঙ্গিতটা তাহসান মিথিলার ডিভোর্স ও সাম্প্রতিক ভাইরাল হওয়া মিথিলার ইস্যুটাকেই ইঙ্গিত করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মিনিটের ভিডিও ক্লিপটি শেয়ার করে তাহসান ভক্তরা বেশ আবেগী স্ট্যাটাস শেয়ার করছেন।তেমনই এক স্ট্যাটাস ও ভিডিও দেয়া হল লিংক এ।
https://www.facebook.com/tarsira2019/videos/539416396603819/
ভিডিও ক্রেডিট ঃ https://www.facebook.com/tarsira2019/