স্পোর্টস ডেস্ক ঃদিনকে দিন মেসির ফ্রী কিক যেন শিল্পে পরিনত হচ্ছে। গোলকিপারদের কাছেও আতঙ্কের আরেক নাম হয়ে উঠছে।নিজেকে সেরা প্রমানের আর কিছু বাকি নেই তবুও মেসি ছুটছেন তার আপন গতিতেই, এটাই যেন মেসির শ্রেষ্ঠত্ব আরো বাড়িয়ে দিচ্ছে। রোববার রাতে ম্যাসির হ্যাটট্রিক এ আবারও পয়েন্ট টেবিলের টপ এ উঠে এসেছে বারসেলোনা।
প্রথমার্ধে ডি বক্সের সামান্য বাইরে থেকে মেসির ফ্রি-কিক। যথারীতি বাতাসে নেচে উঠে গোলপোস্ট পাশ দিয়ে বল জালে জড়াল। প্রথমার্ধে এটা মেসির দ্বিতীয় গোল। প্রথমটি ছিল পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধেও মেসি ফ্রি কিক থেকে সরাসরি বল জালে জড়ান। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার রাতটা ছিল মেসিময়। শেষ মুহূর্তে বুসকেটসের গোলে স্কোরলাইনে আরও ১ গোল যোগ হয়। প্রথমার্ধে সেল্টা ভিগোর ওলাজার দুর্দান্ত ফ্রি কিকের কথা না বলাটা অন্যায় হবে। পুরো ম্যাচে সেল্টার প্রাপ্তি ওই একটাই। ন্যু ক্যাম্পে মেসিরা ম্যাচটি জিতেছেন ৪-১ গোলের ব্যবধানে।
লা লিগায় আগের ম্যাচেই দারুণ এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। শীর্ষস্থান থেকে তাদের নামিয়ে জায়গা দখল করতে মাত্র কয়েক ঘণ্টাই সময় নিয়েছে কাতালানরা। ১২ ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই সমান (২৫)। তবে গোলের হিসেবে বার্সেলোনা এগিয়ে।