ঘোষিত হল জাতীয় চলচ্চিত্র পুরুষ্কারে ভূষিত বিজয়ীদের নাম - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ঘোষিত হল জাতীয় চলচ্চিত্র পুরুষ্কারে ভূষিত বিজয়ীদের নাম - Shera TV
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

ঘোষিত হল জাতীয় চলচ্চিত্র পুরুষ্কারে ভূষিত বিজয়ীদের নাম

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

ঘোষিত হলো গত দুই বছরের একসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।এর আগে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে প্রদান করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেখে ২০১৭ ও ২০১৮ সালে কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এক নজরে ২০১৭ সালের জাতীয় পুরস্কার প্রাপ্তদের তালিকা:

আজীবন সম্মাননা: এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: বিশ্ব আঙ্গিনায় অমর একুশে (বাংলাদেশ টেলিভিশন)।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: বদরুর আনাম সৌদ (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : শাকিব খান রানা (সত্তা), মাহবুবুর আরিফিন শুভ (ঢাকা অ্যাটাক)।

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে: নুসরাত ইমরোজ তিশা (হালদা)।

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে: মোহাম্মাদ শাহাদাৎ হোসেন (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে: সুবর্ণা মুস্তাফা (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: জাহিদ হাসান (হালদা)।

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: ফজলুর রহমান বাবু (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ শিশু শিল্পী: নাইমুর রহমান আপন (সিটকিনি)।

শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: অনন্য সামায়েল (আঁখি ও তার বন্ধুরা)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: এম ফরিদ আহমেদ হাজরা (তুমি রবে নিরবে)।

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: ইভান শাহরিয়ার সোহাগ (ধ্যাত্তেরিকি)।

শ্রেষ্ঠ গায়ক: মাহফুজ আনাম জেমস (সত্তা-তোর প্রেমেতে অন্ধ)।

শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ (সত্তা-না জানি কোন অপরাধে)।

শ্রেষ্ঠ গীতিকার: সেজুল হোসেন (সত্তা-না জানি কোন অপরাধে)।

শ্রেষ্ঠ সুরকার: বাপ্পা মজুমদার (সত্তা-না জানি কোন অপরাধে)।

শ্রেষ্ঠ কাহিনীকার: আজাদ বুলবুল (হালদা)।

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: তৌকীর আহমেদ (হালদা)।

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: বদরুল আনাম সৌদ (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ সম্পাদক: মোহাম্মাদ কালাম (ঢাকা অ্যাটাক)।

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: উত্তম কুমার গুহ (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: কমল চন্দ্র দাশ (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (ঢাকা অ্যাটাক)।

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: রীতা হোসেন (তুমি রবে নিরবে)।

শ্রেষ্ঠ মেকআপম্যান: জাভেদ মিয়া (ঢাকা অ্যাটাক)

এক নজরে ২০১৮ সালের জাতীয় পুরস্কার প্রপ্তদের তালিকা:

আজীবন সম্মাননা: আলমগীর ও প্রবীর মিত্র।

শ্রেষ্ঠ চলচ্চিত্র: পুত্র (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর)।

শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র: গল্প সংক্ষেপ (বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট)।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: রাজাধিরাজ রাজ্জাক (ফরিদুর রেজা সাগর)।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: মোস্তাফিজুর রহমান মানিক (জান্নাত)।

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে: ফেরদৌস আহমেদ (পুত্র), সাদিক মোহাম্মাদ সাইমন (জান্নাত)।

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে: জয়া আহসান (দেবী)।

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে: আলীরাজ (জান্নাত)।

শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে: সুচরিতা (মেঘকন্যা)।

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: সাদেক বাচ্চু (একটি সিনেমার গল্প)।

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: মোশাররফ করিম (কমলা রকেট), আফজাল শরীফ (পবিত্র ভালোবাসা)।

শ্রেষ্ঠ শিশু শিল্পী : ফাহিম মোহতাসিম লাজিম (পুত্র)।

শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মাহমুদুর রহমান অনিন্দ্য (মাটির প্রজার দেশে)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন সাহা (জান্নাত)।

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: মাসুম বাবুল (একটি সিনেমার গল্প)।

শ্রেষ্ঠ গায়ক: নাইমুল ইসলাম রাতুল (পুত্র)।

শ্রেষ্ঠ গায়িকা: সাবিনা ইয়াসমিন (পুত্র) ও আঁখি আলমগীর (একটি সিনেমার গল্প)।

শ্রেষ্ঠ গীতিকার: কবির বকুল (নায়ক), জুলফিকার রাসেল (পুত্র)।

শ্রেষ্ঠ সুরকার: রুনা লায়লা (একটি সিনেমার গল্প)।

শ্রেষ্ঠ কাহিনীকার: সুদীপ্ত সাঈদ খান (জান্নাত)।

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: সাইফুল ইসলাম মান্নু (পুত্র)।

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: এম এম হারুণ-অর-রশীদ (পুত্র)।

শ্রেষ্ঠ সম্পাদক: তারিক হোসেন বিদ্যুৎ (পুত্র)।

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: উত্তম কুমার গুহ (একটি সিনেমার গল্প)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: জেড এইচ মিন্টু (পোস্টমাস্টার ৭১)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: আজম বাবু (পুত্র)।

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: সাদিয়া শবনম শান্তু (পুত্র)

শ্রেষ্ঠ মেকআপম্যান: ফরহাদ রেজা মিলন (দেবী)

এদিকে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ১৩ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। এতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও চলচ্চিত্র) সভাপতি করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য-সচিব হিসেবে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360