জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ এর শ্রেষ্ট কৌতুক অভিনেতা ক্যাটাগরিতে পুরষ্কারজয়ী হিসেবে ঘোষনা করা হয় মোশাররফ করীম এর নাম। তিনি ‘কমলা রকেট’ চলচ্চিত্রে মফিজুুর চরিত্রের জন্য এই পুরষ্কারে ভূষিত হন।ব্যক্তিগত কাজে মালয়েশিয়ায় থাকায় সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেননি অভিনেতা।তবে গতকাল তিনি এই পুরস্কার প্রত্যাহারের অনুরোধ করে বক্তব্য দেন।
তিনি বলেন, “কৌতুকপূর্ণ বা কমেডি চরিত্র আমার কাছে অন্য সব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু ‘কমলা রকেট’-এ আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয়ই অবগত আছেন। যাঁরা ছবিটি দেখেছেন তাঁরাও জানেন ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলোর একটি। তাই সম্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।
উল্লেখ্য,গত ৭ নভেম্বর ঘোষণা করা হয়েছে ২০১৭-১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নূর ইমরান মিঠুর ২০১৮ সালের ‘কমলা রকেট’-এর জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরুষ্কৃত হয়েছেন মোশাররফ করিম।