ভারত সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।প্রথমবারের মত পূর্ণাঙ্গ এ সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। রঙিন পোশাকের সংক্ষিপ্ত ফরমেটের সিরিজ শেষে এখন সাদা পোশাকের লংগার ভার্সনের মিশন। আর এ লক্ষ্যেই ইতোমধ্যে নাগপুর থেকে মধ্য প্রদেশের শহর ইন্দোরে পৌঁছেছে টাইগাররা। সেখানকার বিজয় নগরের মেঘদূত গার্ডেনের ম্যারিয়ট হোটেলে হয়েছে তাদের আবাসন ব্যবস্থা। ইন্দোরের হলকার স্টেডিয়ামে ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টিম বাংলাদেশ।
গতকাল নাগপুর থেকে সরাসরি ফ্লাইটে স্থানীয় সময় দুপুরেই ইন্দোরে পা রেখে বিশ্রামে কাটায় মুমিনুল-মাহমুদউল্লাহরা। ক্রিকেটারদের স্থানীয় রীতিতে কপালে ফোঁটা দিয়ে, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। আজ থেকে শুরু হবে টেস্টের প্রস্তুতি।
বিরাট কোহলিদের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের এই সিরিজে টাইগারদের নেতৃত্বে আছেন মুমিনুল হক। সাকিব আল হাসান হঠাৎ করেই নির্বাসিত হতেই অধিনায়ক করা হয় তাকে। মুমিনুল ছাড়াও ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, সাঈফ হাসান, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি নাগপুর থেকেই আছেন দলের সঙ্গে। ওদিকে টেস্ট সিরিজের দলে থাকা সত্তে¡ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত পারিবারিক কারণে সোমবার দেশে ফিরছেন। জানা গেছে, মায়ের অসুস্থতার খবর পেয়ে নাগপুর থেকে দিল্লি হয়ে দেশে আসছেন তিনি। এখন ফিরলেও প্রথম টেস্টের আগে দলের সঙ্গে আবার যোগ দেবেন কিনা, সে ব্যাপারে নিশ্চিতভাবে বিসিবির পক্ষ থেকে কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে, মায়ের শারীরিক অবস্থার উন্নতি ঘটলে পুনরায় টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন এ অফস্পিনিং অলরাউন্ডার।
বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাঈফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।