জনপ্রিয় অভিনেতা তাহসান ও গায়ক তাহসান পূর্ণ করলেন তার ১০০ তম নাটক। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত, অনুরাগি ও শুভাকাঙ্ক্ষীরা। সম্প্রতি এক বেসরকারি রেডিও স্টেশন এ দেয়া সাক্ষাতকারে তিনি তার ক্যারিয়ার ও বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেন। এসময় স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে ও কথা বলেন।
স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ‘সত্যিকারের মানবিক সম্পর্কের মাঝেই সব সুখ’ বলে মন্তব্য করেছেন তাহসান। তাহসান বলেন, অনেকের সঙ্গে সম্পর্ক থাকে।
এর মধ্যে অনেক সম্পর্কই মেকি। আর সত্যিকারের সম্পর্ক যখন কারও সঙ্গে থাকবে, সেই ব্যক্তির অর্থবিত্ত থাকুক বা না থাকুক, আমরা সুখী হই তার সঙ্গে।
সাক্ষাৎকারের আলাপচারিতার তাহসান জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৭৫ বছর ধরে একটি গবেষণা চলেছে। ওই জরিপে ৭০ থেকে ৭৫ বছর বয়স্ক ব্যক্তিদের কাছে সম্পর্কের সংজ্ঞা জানতে চাওয়া হয়।
গবেষণা শেষে নানা তথ্য-উপাত্তের বরাত দিয়ে গবেষকরা জানান, সত্যিকারের মানবিক সম্পর্কের মাঝেই সুখ পাওয়া যায়।
তাহসান আরও জানান, অনেক দম্পতিকে বাইরে থেকে খুব সুখী মনে হয়, কিন্তু সত্যিকারের সুখ সেখানে থাকে না। অনেক সম্পর্ক আছে যেটিকে বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও তারা সত্যিকার অর্থে সুখী।