ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে দুর্ঘটনায় পড়েছে। এতে ট্রেনের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনসহ সামনের তিনটি বগিতে আগুন ধরে যায়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ইউএনও বলেন, উল্লাপাড়া স্টেশনে পয়েন্টিং সিগন্যালের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। আহত ৫ থেকে ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।