প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর প্রথম স্ত্রী গুলতেকিন আবারও বসলেন বিয়ের পিড়িতে।যুবও ক্রীড়া মন্ত্রলায়ের অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে দু’সপ্তাহ আগে ঢাকায় গুলতেকিনের বাসায় ছোট পরিসরে বিয়ে করে আমেরিকা গেছেন। ফিরেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবেন।
গুলতেকিনের সাথে ৭ বছর আগে পরিচয় হয় আফতাব আহমেদের। তারপর প্রেম, অবশেষে বিয়ে। গুলতেকিন আফতাবকে নিয়ে কবিতাও লিখেছেন। তাকে নিয়ে সন্তানদেরসহ সময় কাটিয়েছেন।
২০০৩ সালে হুমায়ুন আহমেদ ও গুলতেকিনের ডিভোর্স হয়। ২০০৫ সালে শাওনকে হুমায়ুন আহমেদ বিয়ে করলেও গুলতেকিন বিয়ে করেননি। তারপর সন্তানদের নিয়েই জীবন কাটছিল গুলতেকিনের। কখনো আমেরিকা কখনো ঢাকায়। নিয়মিত কবিতাও লিখছিলেন।
৫ অক্টোবর গুলতেকিন ফেসবুকে স্ট্যাটাস দেন যৌথ ঘোষনা বলে, এবার আসুক ঝড়, উঠুক তুফান।
৫ নভেম্বর অপর এক স্ট্যাটাস এ আফতাব ইংরেজীতে স্ট্যাটাসে বলেন, একদিন সে সামনে বসিয়ে হাত ধরে বললো, পৃথিবীতে সবাইকে মরতে হবে,কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাইনা। আফতাব বললেন, তোমাকে বাচাতে পারি কিন্তু পথ একটাই বিয়ে। কিছুটা থেমে গুলতেকিন সেই পথটাই নিলেন।