আয়কর দেয়া যাবে মোবাইল ব্যাংকিংয়ে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আয়কর দেয়া যাবে মোবাইল ব্যাংকিংয়ে - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

আয়কর দেয়া যাবে মোবাইল ব্যাংকিংয়ে

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:

আয়কর কর্তৃপক্ষের কাছে একজন করদাতার বার্ষিক আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর। আয়কর ম্যানুয়ালি প্রদান করা হয়ে থাকলেও গত ৩ বছর ধরে অনলাইনে প্রদান করা যাচ্ছে। শুধু তাই নয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও দেয়া যাচ্ছে আয়কর।

অনলাইনে আয়কর দিতে হলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দিষ্ট ফর্মে অনলাইন অ্যাকাউন্ট রেজিস্ট্রার অ্যাপ্লিক্যাশন করতে হবে। এটা করতে হবে কর অঞ্চলের সার্কেল অফিসে। আবেদনের সাথে ই-টিন সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। সার্কেল অফিস ইউজার নেম ও পাসওয়ার্ড সংবলিত একটি ডকুমেন্ট দেবে।

সার্কেল অফিসে থেকে যে ইউজার নেম ও পাসওয়ার্ড দিবে সেটা পরিবর্তন করে নিতে হবে। তারপর  লিঙ্কে ক্লিক করে অনলাইনে আয়করের কাজ শুরু করা যাবে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে সমস্যা হলে হেল্প লাইনের ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে।

অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের ই-পেমেন্ট পোর্টালে গিয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আয়কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকরা।

ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের সাজেশন বক্সে এনবিআর লোগোতে ক্লিক করলেই গ্রাহক সরাসরি আয়কর পেমেন্ট গেটওয়ে পেজ চলে আসবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে।

অনলাইন আয়কর সেবা প্রদানে যারা নিবন্ধন করেছে বা নিবন্ধন করেনি উভয় গ্রাহকই এখান থেকে আয়কর পরিশোধ করতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সাইন-ইন করে ‘পে ইনকাম ট্যাক্স’ থেকে ‘ট্যাক্স’ অপশন চেপে পরবর্তী পাতায় টিআইএন নম্বর দিলে পাশেই ‘ভেরিফাই টিআইএন’ দেখতে পাবেন।

ভেরিফিকেশন হয়ে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটন চাপলে ‘পেমেন্ট মেথড’ পাওয়া যাবে। এখানে মোবাইল পেমেন্ট অপশন থেকে বিকাশ সিলেক্ট করে অ্যাকাউন্ট, ওটিপি কোড ও পিন নম্বর দিলেই আয়কর প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং চলে আসবে কনফার্মেশন মেসেজ।

যাদের রেজিস্ট্রেশন করা নেই, তারা ‘আনরেজিস্টার্ড’ অপশন সিলেক্ট করে একই প্রক্রিয়ায় আয়কর পরিশোধ করতে পারবে। বিকাশে আয়কর পরিশোধে গ্রাহকদের জন্য ১.১ শতাংশ চার্জ প্রযোজ্য হবে। এছাড়া রূপালী ব্যাংকে শিওরক্যাশ, ইউসিবি ব্যাংকের ইউপে ও ইউক্যাশেও পরিশোধ করা যাবে আয়কর।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360