2 days ago talha azadi
আগামী ১০ নভেম্বর দুই দশকে পা রেখেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। এ উপলক্ষেই পেছন ফিরে ইতিহাসের সেরা একাদশ বাছাই করার চেষ্টা।এ নিয়ে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক কালের কণ্ঠ’র অনুরােধে সাড়া দিয়ে ১০ সাবেক জাতীয় ক্রিকেটার নিজেদের সেরা একাদশ গড়েও দিয়েছেন। সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের দেয়া সেরা একাদশ তুলে ধরা হল।
গত ২০ বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক হয়েছে অনেক কিংবদন্তি ক্রিকেটারদের। তাদের মধ্য থেকে ওপেনিং জুটিতে আকরাম খানের পছন্দ সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। টপ অর্ডারের মমিনুল হকের সাথে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
তবে চমক হিসেবে রয়েছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক এবং টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। তবে ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন এনেছেন আকরাম খান। শেষের দিকে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বাস্তব কারণে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাটিং অর্ডার শেষের দিকে দিতে হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছেন আকরাম খান। আকরাম খান বলেন, আমি কিপিং ওকেই দিয়ে করাবো। লম্বা সময় সেটি করতে হলে ক্লান্তিকে ব্যাটিংয়ের প্রভাব পড়তে পারে তাই ওকে সাতে রাখছি।
এরপর রয়েছে বাংলাদেশের জাতীয় দলের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ রফিক। অধিনায়ক হিসেবে আকরাম খানের পছন্দ বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। বাকি ২ ফাস্ট বোলার হলেন শাহাদত হোসেন রাজীব এবং মোস্তাফিজুর রহমান।
আকরাম খানের দেয়া সেরা একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ রফিক, শাহাদাত হোসেন এবং মুস্তাফিজুর রহমান।