কোলকাতার টালিগঞ্জ ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান রবিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে সকালের দিকে তাঁর শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।কিছুদিন ধরে খুব একটা সুস্থ ছিলেন না নুসরাত। তা সত্ত্বেও তিনি সক্রিয়ভাবে সমস্ত কাজকর্ম চালাচ্ছিলেন। এমনকি সপ্তাহখানেক আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও দেখা গিয়েছিল। কিন্তু রবিবার রাতে আচমকাই তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়।
রাত ৯টার দিকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শমতো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্ট কমাতে আইসিইউতে ভর্তি করিয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয় তাঁর। ডা. সন্দীপ মণ্ডলের নেতৃত্বে তৈরি হয় একটি মেডিক্যাল টিমও।
সেই টিমের সদস্যরাই নুসরাতকে পরীক্ষা করার পর প্রাথমিকভাবে বুঝতে পারেন যে, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তাঁর এই শ্বাসকষ্ট শুরু হয়েছে। যদিও পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাতের পূর্ব থেকেই অ্যাজমার সমস্যা ছিল।
রাতভর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। সকালের দিকে নুসরাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে এখনও বেশ খানিকটা সময়ে তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। বিকেলে নুসরাতকে ছেড়ে দেওয়া যেতে পারে, এমন খবরও শোনা যাচ্ছে।