সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ তার মা বিদিশাকে বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে নিতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যাতে এরিক বলেছেন, ‘আমি প্রাপ্তবয়স্ক একজন মানুষ। বাবার মৃত্যুর পর আমি নিঃসঙ্গ হয়ে পড়েছি।
সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে তিনি এই জিডি করেন। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এরিক এরশাদ তার মা বিদিশা এরশাদকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকতে চান। তিনি অভিযোগ করেছেন, মা কাছে না থাকায় তার সেবা হচ্ছে না। তিনি প্রতিবন্ধী, তাই সঙ্গে মাকে রাখতে চান।’
বিদিশা বলেন, ‘এরিক একজন প্রতিবন্ধী। তাকে দেখাশোনার প্রয়োজন। বাবার মৃত্যুর পর সে একা হয়ে যায়। তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। গাড়িচালক মারধর করেছে। এটা হতে পারে না! আমি ও আমার ছেলে বাড়ি থেকে বেরও হতে পারছি না। এরিকের ধারণা, বাড়ি থেকে বের হলে আর ঢুকতে দেবে না।’
জিডিতে এরিক বলেছেন, আমার মা (বিদিশা) আমার সঙ্গেই আছেন। কিন্তু জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও বাবার ছোট ভাই জিএম কাদের এবং তার অনুগতরা বিভিন্নভাবে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। এ কারণে গত ১৪ নভেম্বর আমি মাকে প্রেসিডেন্ট পার্কে নিয়ে আসি। আমি যাতে মাকে নিয়ে নিরাপদে থাকতে পারি, সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানাচ্ছি।’