পেঁয়াজের মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধির পর সরকারের নানান ব্যবস্থার ফলে মানুষ যখন একটু আশার মুখ দেখছে তখনই আবার বেড়ে গেল লবণের দাম। অযৌক্তিক হারে লবণের দাম বেড়েই চলছে। আর এর পুরোটাই ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে দুষ্ট চক্রের গুজব ছড়ানোর ফলে। লবণের গুজব ছড়িয়ে যারা কৃত্রিম সংকট তৈরি করছে এবং গুজব সৃষ্টিকারীদের সনাক্ত করতে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মনিরুল ইসলাম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনারের নির্দেশে পুলিশ সদস্যরা বিভিন্ন দোকানে গিয়ে লবণের মজুতের খোঁজখবর নিচ্ছেন।
ঊর্ধ্বতনের নির্দেশ পেয়ে ধানমন্ডি ও হাজারীবাগ এলাকার সুপারশপ এবং দোকানগুলোতে লবণের খোঁজে যায় পুলিশ। গিয়ে দেখে অনেক দোকানে লবণ শেষ। কী কারণে তাদের লবণ নেই, চালানের সঙ্গে মজুতের পরিমাণ দেখা হচ্ছে। তবে বেশিরভাগ দোকানে গিয়ে লবণ পাওয়া যায়নি।
ঢাকার নয়াবাজারে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অভিযানের শুরুতে তিনি বাজারের পাইকারি দোকানগুলোতে লবণের মজুতে নজরদারি করছেন। ব্যবসায়ীদের কাছে লবণের দাম বৃদ্ধি ও সংকটের কারণ জানতে চাইছেন। এবং অতিরিক্ত দাম না নিতে বারণ করেণ। কোন দোকানদার যদি অতিরিক্ত দাম নেয় তাহলে ৯৯৯ কল করেও অভিযোগ দিতে বলেন তিনি।
এ দিকে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার বাজার ও খুচরা দোকানে লবণের সংকট দেখা গেছে। অনেকে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে লবণ কিনেছেন বলে দাবি করেণ। অনেকে লবণের অস্বাভাবিক দাম বৃদ্ধিকে গুজব মনে করছেন। কিছু অঞ্চলে এই গুজব রোধে মাইকিং করা হচ্ছে।