এসিসি ইমার্জিং কাপের সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে তিন রানে হারিয়ে ফাইনালে ওঠেছে পাকিস্তান। আজ বুধবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দল।তারা সাত উইকেট হারিয়ে ২৬৭ রান করে।
পাকিস্তানের হয়ে ওমাইর ইউসুফ ৬৬, হায়দার আলী খান ৪৩, রোহাইল নাজির ৩৫ ও সাইফ বদর করেন ৪৭ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন শিবাম মাভি, সৌরভ দুবে, হৃতিক সৌখিন। একটি উইকেট তুলেন সিদ্ধার্ত দেশাই।
জবাবে ৫০ ওভার খেললেও আট উইকেট হাতে রেখে ২৬৪ রানে থেমে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে বেলুর রবি শরৎ ৪৭, সানবির সিং ৭৬ ও আরমান জাফর ৪৬ রান করে। পাকিস্তানি বোলারদের হয়ে মোহাম্মদ হাসনাইন ও সাইফ বদর দুটি করে উইকেট শিকার করেন। আহমদ বাট ও উমর খান একটি করে উইকেট তুলে নেন।