ঐতিহাসিক ভাবে মুসলমানদের অন্যতম ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান জেরুজালেম।এই শহরের অন্যতম একটি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল। বুধবার এই মসজিদটি ৬ মাসের জন্য বন্ধ করে দেয় ইহুদিবাদী দেশটি। আল রাসাসি নামের মসজিদটি আল আকসা মসজিদের কাছে অবস্থিত। খবর আনাদোলু বার্তা সংস্থার।
এই মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জর্ডান সরকারের নিয়োগকৃত কর্তৃপক্ষ। তাদের কার্যালয় হিসেবে আল রাসাসি মসজিদের অংশ বিশেষ ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে ছয় মাসের জন্য তা বন্ধ করে দিয়েছে ইসরাইল।
ইসরাইলি পুলিশের অভিযানের পর পূর্ব জেরুসালেমে অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রীয় টেলিভিশন ও ফিলিস্তিনি ন্যাশনাল এডুকেশন ডিরেক্টরেটও ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।