মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান সব থেকে বেশি সামরিক সক্ষমতা অর্জনের লক্ষে প্রতিনিয়ত এইগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী মহড়া চালিয়েছে। এই মহড়া সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং প্রতিটি লক্ষ্য অর্জিত হয়েছে।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ এ কথা বলেছেন।
গতকাল শুক্রবার মহড়ার অবকাশে জেনারেল সাবাহি ফার্দ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ জানিয়েছেন, ওই মহড়ার সময় সেনারা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শত্রুর কল্পিত প্রতিটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হন।
তিনি বলেন, শত্রুরা যদি ইরানের ওপরে কোনোরকম হামলার চিন্তা করে তাহলে তাদেরকে চরমভাবে অনুতপ্ত হতে হবে।
ইরানের এ কমান্ডার বলেছেন, মহড়া আমরা যেভাবে সফলতার সঙ্গে শেষ করেছি এবং মহড়ার প্রতিটি লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে সেক্ষেত্রে এ কথা বলা যায় যে, শত্রুরা যদি ইরানের ওপরে কোনো ধরনের হামলা চালানোর স্বপ্ন দেখে তাহলে তাদেরকে দারুণভাবে অনুতপ্ত হতে হবে।
তিনি বলেন, শত্রুরা ইরানের আকাশে প্রবেশ করতে চাইলে হয়তো পারবে। কিন্তু তারা এখান থেকে তাদের ইচ্ছামতো ফিরে যেতে পারবে না।