বাংলা সিনেমা ও টিভি নাটকের সারা জাগানো অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কালা আজিজ আর নেই। শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে দশটায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
কালা আজিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার অভিনেতা আজিজের মরদেহ এফডিসিতে আনা হবে।
দীর্ঘ অভিনয় জীবনে আজিজ তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ ‘পদ্মার প্রেম’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। হারুন-উজ-জামান পরিচালিত ও বাংলা, ওডিশা ও ভোজপুরি ভাষায় নির্মিত ছবিটি বর্তমানে ভোজপুরির প্রেক্ষাগৃহে চলছে।