আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের উইঘুর সম্প্রদায়ের উপর দীর্ঘদিন ধরে চীনা সরকার বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে। চীনের ঐতিহ্যবাহী গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম প্রধান এই গোষ্ঠী অন্যতম। মূলত ধর্মীয় নীতিগত দিক দিয়ে ভিন্নতার কারনেই উইঘুর সম্প্রদায়ের উপর বিভিন্ন ভাবে দমন পীরন চালানো হয়। চীনে উইঘুর মুসলিমদের উপর চালানো এ স্বেচ্ছাচারমূলক আটক, নির্যাতন, লাঞ্ছনার অভিযোগে দেশটির উপর প্রথমবারের নিষেধাজ্ঞা আরোপ করতে একটি বিল পাস করেছে যুক্তরাস্ট্রের প্রতিনিধি সভা। এ বিলের মাধ্যমে চীনের সরকারী কিছু কর্মকর্তা ও কমিনিস্ট দলের সেক্রেটারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে।
তবে এর আগে বিলটি সিনেটে পাস হতে হবে এবং ট্রাম্পের অনুমোদন লাগবে। মঙ্গলবার রাতে ৪০৭ ভোটের বিপরীতে ১ ভোটে ব্যবধানে বিলটি প্রতিনিধি সভায় পাস হয়। এর কিছুদিন আগে হংকংকে সমর্থন জানিয়ে আরেকটি বিল পাস করার পর চীনের তীব্র বিরোধীতার মুখে পরে আমেরিকা।
এ বিল পাসের ফলে উইঘুরদের উপর কি ধরনের নির্যাতন হয় তা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র এবং সম্প্রতি চীনের নির্যতনের তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নিয়েও তদন্ত করা হবে।