বানারিপাড়া প্রতিনিধি:
বানারীপাড়ায় চৌকস অফিসার ওসি শিশির কুমার পালের যোগদান। গত বুধবার তিনি পার্শ্ববর্তী থানা উজিরপুর থেকে বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি উজিরপুরে থানায় সুনামের সহিত দ্বায়িত্ব পালন করেছেন। ওসি শিশির কুমার পাল পুলিশ অফিসার হলেও তিনি সামাজিক এবং মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন উজিরপুরে থানায়। বিভিন্ন সময় তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। মসজিদ-মাদ্রাসা-এতিমখানা- মন্দির থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন উজিরপুরে থাকা কালীন সময়ে। বিভিন্ন সময়ে উজিরপুরে ভিক্ষুক ও বস্ত্রহীন মানুষের জন্য ও কাপড় কিনে দিয়ে মানব সেবায় পুলিশের অংশ গ্রহনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত্রাস ও মাদকের জনপদ উজিরপুর থানাকে তিনি রুপান্তরিত করেছিলেন শান্তির জনপদে। এজন্যে ওসি শিশির কুমার পাল বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গতকাল বানারীপাড়া নতুন আগত ওসি শিশির কুমার পাল বানারীপাড়া প্রেস ক্লাবের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল রাত ৮ টায় সংক্ষিপ্ত আলাপচারিতায় বানারীপাড়ার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার কথায় জিরো টলারেন্স ফুটে ওঠে। প্রেসক্লাবের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এস মিজানুল ইসলাম দৈনিক ইত্তেফাক, দি বাংলাদেশ টুডে, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম চন্দ দৈনিক সাহসী বার্তা ও নির্বাহী সম্পাদক নতুনবাজার২৪ডটকম ও নতুনবাজার২৪ডটনেট, যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল দৈনিক বিল্পবী বাংলাদেশ ও দৈনিক খোলাবাজার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ দৈনিক ইনকিলাব, নির্বাহী সদস্য জাহিদুল হক জিয়া দৈনিক বঙ্গ জননী, এছাড়াও নতুন অফিসার ইনচার্জ শিশির কুমার পালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব সহসভাপতি ইলিয়াছ শেখ বিজয় টিভি, সাইফুল ইসলাম রাসেল দৈনিক দক্ষিনঞ্চল, মাসুম বিল্লাহ দৈনিক নওরোজ,আনোয়ার হোসেন তারা টিভি, সুমন খান বাংলাদেশ বানী,নির্বাহী সদস্য নজরুল ইসলাম দৈনিক সমকাল,গোলাম মাহমুদ রিপন দৈনিক যুগান্তর, এ্যাড তারিকুল ইসলাম, টিপু সুলতান, জহিরুল ইসলাম বিপুল দৈনিক দিনের পর দিন, শফিকুল ইসলাম একাত্তর টিভি,কাওসার মাহমুদ সহ প্রমুখ।