বিশ্ব তাবলীগ জামাতের সব থেকে বড় আসর বিশ্ব ইজতেমা। প্রতি বছরের ন্যায় এ বছর ও আয়োজিত হতে যাচ্ছে।তুরাগ তীর ঢল নামার অপেক্ষায় লাখো মুসলিমের।
বিগত বছরের ন্যায় এ বছর ও ২ই ভাগে আয়োজিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার জামাত। তুরাগ তীরে প্রথম পর্বের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর চার দিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইতজেমা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এ বছর ও নেয়া হচ্ছে নিঃশছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা। যাতে অংশ নিবে র্যাব পুলিশ সহ সরকারের একাধিক নিরাপত্তা বাহিনী।