বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ( ৭ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার আলামত ও আনুষাঙ্গিক অবস্থা দেখে প্রাথমিক ভাবে এলাকাবাসি ও পুলিশ ধারণা করছে হত্যা করা হয়েছে একই পরিবারের এই তিন সদস্যকে। লাশ উদ্ধার হওয়ার পর পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার সর্বাত্মক গুরুত্বের সাথে পুরো ঘটনা পর্যালোচোনা করছেন।