মানবতার পাশে দাঁড়িয়ে বিমান হাইজ্যাক; ইতিহাসে এক বীরের বিরোচিত কীর্তিগাথা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
মানবতার পাশে দাঁড়িয়ে বিমান হাইজ্যাক; ইতিহাসে এক বীরের বিরোচিত কীর্তিগাথা - Shera TV
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

মানবতার পাশে দাঁড়িয়ে বিমান হাইজ্যাক; ইতিহাসে এক বীরের বিরোচিত কীর্তিগাথা

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

জ্যা কুয়ে, ইতিহাসের কাছে একজন বিমান হাইজ্যাকার। কিন্তু বাঙ্গালী জাতির জন্য একজন বীরের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতার পিছনে এ দেশের মুক্তিকামী জনতার পাশাপাশি বিভিন্ন দেশের মানবতাবাদী ব্যক্তিত্বের অবদান কখনোই খাটো করার সুজোগ নেই। তাদেরই একজন এই জ্যা কুয়ে । এই জ্যা কুয়েই সেই ব্যক্তি যিনি ১৯৭১ সালে বাংলাদেশের জন্য পাকিস্তানের পিআইএ-৭১১ যাত্রী সহ বিমান হাইজ্যাক করেছিলেন। দাবী ছিলো কি জানেন?

পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্যে বিশ টন ঔষধ বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের নিরীহ যাত্রীরা।

জ্যা কুয়ে কোন প্রফেশনাল হাইজ্যাকার নন, বিপদে পড়া মানুষগুলোকে সাহায্য করার আর কোন উপায় না পেয়েই কাজটা করেছেন তিনি। কোন যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারও করেননি তিনি, সে পাকিস্তানী হলেও না। যদিও অফিসারদের চালাকি ধরতে না পেরে আটক হয়েছিলেন, কিন্তু ২০ টন ঔষধ কিন্তু ঠিকই বাংলাদেশে এসেছিলো।

ধরা পরার পর ৫ বছর জেল হয়েছিলো, অনেক বড়ো বড়ো আইনজীবীরা তার পক্ষে লড়েছেন। দুই বছর জেল খাটার পর মুক্তি পেলেও কোনদিন বাংলাদেশে আসেন নি তিনি।
যে দেশের জন্য এতোকিছু করেছেন সে দেশটা দেখতে না আসলেও মানবতার ডাকে ঠিকই সাড়া দিয়েছিলেন ৭১ এ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360