ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের বনে জ্বলতে থাকা দাবানলের আগুনের ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে সিডনির আকাশে। নিউ সাউথ ওয়েলসের ৫০ লাখ মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় নাগরিকদের নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য বলা হচ্ছে । ইতোমধ্যে ১০ লাখ হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে । ৩০০ বাড়ি আগুনে পুড়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন।
তাপমাত্র ৩৭ ডিগ্রি সেলসিয়াস আর তীব্র বাতাসের ফলে আগুন বাড়ছে। বাতাসে দূষনের মাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে ৮ গুণ খারাপ হয়ে গেছে । আকাশে আরো কিছুদিন ধোঁয়া থাকবে বলে ধারণ করছে স্থানীয় আবহাওয়া অফিস। প্রায় ১৩০০ কর্মী আগুন নিয়ন্ত্রণে রাতদিন কাজ করে যাচ্ছে।
এর আগে আমাজনে আগুন লাগার পরেও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পরেছিল বিভিন্ন দেশে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছিল আমাজনের ৯৫০৭টি দাবানলের চিত্র। আমাজনের ধোঁয়া ২৭০০ কিলোমিটার দূরের ব্রাজিলের সাও পাওলোর আকাশ ঢেকে দেয়ায় সেখানে রাতের অন্ধকার নেমে এসেছিল। চারদিকে শুধুই ধোঁয়ার কুণ্ডলী। ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট প্রকল্প কোপের্নিকাস আগুনের ধ্বংসযজ্ঞের যে মানচিত্র প্রকাশ করেছিল তাতে ব্রাজিল থেকে পূর্ব আটলান্টিক উপকূল পর্যন্ত ‘আগুন পথের’ চিহ্ন দেখা গিয়েছিল। ধোঁয়া পৌঁছেছিল পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে অবধি। মূলত, দক্ষিণ আমেরিকার অর্ধেক মানচিত্র জুড়েই ঘনকালো ধোঁয়ায় ঢাকাছিল।