শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই ঘটছে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কেরানীগঞ্জ, উত্তর বাড্ডার পর এবার গাজীপুরেও আগুন।
গাজীপুরের হারিনালের এই ফ্যান কারখানায় ভয়াবহ এ অগ্নিকান্ডে আগুনে নিহত হয় ১০ জন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।
ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।