বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর দেখা দিলেন শাবনূর। গতকাল জান্নাত চলচ্চিত্রের সাফল্য উদযাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে বলেন, জান্নাত সিনেমাটি পাঁচ ক্যাটাগরিতে পেয়েছে। এই ছবির নায়ক সাইমন আমার অনেক কাছের, সে পুরস্কার প্রাপ্তিতে ওকে অনেক শুভকামনা। সেই সঙ্গে নির্মাতা মানিক পুরস্কার পাওয়ায় আমি তাকে অভিনন্দন জানাই। শাবনূর বলেন, ‘মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। আমি আবারো ফিরে আসবো চলচ্চিত্রে কাজ করার জন্য।’ এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে টিম জান্নাতের পক্ষ থেকে রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘গেট টুগেটার’ পার্টির আয়োজন করে। এ আয়োজনে অংশ নিতে এসেছিলেন ঢাকাই সিনেমার দর্শকনন্দিত চিত্রনায়িকা শাবনূর, আলীরাজ, চিত্রপরিচালক এফ আই মানিক, জাকির হোসেন রাজু, অপূর্ব রানা, মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।