ফাঁসির দন্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফের পাশে সেনাবাহিনী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ফাঁসির দন্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফের পাশে সেনাবাহিনী - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

ফাঁসির দন্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফের পাশে সেনাবাহিনী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:

রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিশেষ আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়ার পর পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের প্রতি দেশটির সেনাবাহিনী সমর্থন জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে বলেছেন, বিশেষ আদালতের এই রায়ে সামরিক বাহিনীর বহু কর্মকর্তার মধ্যে নিদারুণ মনোকষ্ট দেখা দিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, জেনারেল মোশাররফের বিরুদ্ধে রায় হওয়ার পর রাওয়ালপিণ্ডির সেনা সদরদপ্তরে সামরিক বাহিনীর কর্মকর্তারা বৈঠকে মিলিত হন। আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, সাবেক একজন সেনাপ্রধান, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি ৪০ বছর ধরে দেশের সেবা করেছেন, দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছেন- তিনি কখনো বিশ্বাসঘাতক হতে পারেন না।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিশেষ আদালত সংবিধানসহ বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য ও আত্মরক্ষার মতো মৌলিক অধিকার লঙ্ঘন করেছে বলে মনে হচ্ছে। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে তড়িঘড়ি করার কথা বলা হয়েছে আইএসপিআর’র বিবৃতিতে। এতে আরো বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আশা করে, দেশের সংবিধান মেনেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গতকাল রাওয়ালপিণ্ডির স্পেশাল সার্ভিসেস গ্রুপের সদরদপ্তর পরিদর্শন করেছেন। জেনারেল বাজওয়ার এই পদক্ষেপকে স্বৈরশাসক পারভেজ মোশাররফের প্রতি সংহতি প্রকাশ বলে মনে করা হচ্ছে। পাক সশস্ত্র বাহিনীর এই গ্রুপের একজন কর্মকর্তা ছিলেন জেনারেল মোশাররফ।

এসব তৎপরতা ও বিবৃতির ভেতর দিয়ে পরিষ্কার হয়েছে যে, জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায়ে খুশি নয় পাকিস্তানের সামরিক বাহিনী। ফলে ইমরান খানের সরকার কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়ায় অনুষ্ঠানরত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়া থেকে বিরত রয়েছেন। পাশাপাশি তার পক্ষে বিশেষ তথ্য সহকারী ড. ফিরদাউস আশিক আওয়ান বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত জাতীয় স্বার্থ রক্ষা করবে না। পিটিআই’র কোর কমিটির এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সূত্র : পার্সটুডে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360