স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপ জিতল লিভারপুল। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গ কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে লিভারপুল। ম্যাচটিতে ৯৯ মিনিটের মাথায় একমাত্র জয়সূচক গোলটি করেন ফিরমিনো। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি ।
এর আগে ২০০৫ সালে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল লিভারপুল কিন্তু সেবার শিরোপা ছাড়াই তাদের ঘরে ফিরতে হয়েছিল। দ্বিতীয়বারের চেষ্টায় সেই অধরা শিরোপা নিজেদের ঘরে নিয়ে এল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ।
১৯৮৭ সালে এই ফ্লামেঙ্গর বিপক্ষেই ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে হারতে হয়েছিল লিভারপুলকে। এবার তাদেরকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল দি রেডরা ।
এদিকে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতার সুবাদে ক্লাব বিশ্বকাপের সরাসরি সেমি ফাইনালে খেলেছিল লিভারপুল।