স্ত্রী মিথিলাকে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী তিন কোটি রুপির রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন বলে খবর বেরিয়েছে। এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে পরিচালকের লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে এক্সপেনসিভ গুজব।’
চ্যানেলটি এমন তথ্য প্রকাশ করায় অবাক সৃজিতও। ক্যাপশনে তার ব্যবহৃত ইমোজিগুলো যেন সে কথাই জানান দিচ্ছে।
গত ৬ ডিসেম্বর বিয়ের রেজিস্ট্রি করেন সৃজিত-মিথিলা। বিয়ের পরদিনই ওই জুটি উড়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের জেনেভায়। সেখান থেকে শেয়ার করা ওই জুটির মধুচন্দ্রিমার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সেরা নিউজ/আকিব