আন্তর্জাতিক ডেস্ক:
প্রথমবারের মতো বিধ্বস্ত হয়েছে রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমান এসইউ-৫৭। মঙ্গলবার পরীক্ষা চালানোর সময় এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে তদন্ত করতে কমিশন গঠন করবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্টিয়ারিং সিস্টেমের ব্যর্থতার কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন বলেছে, পূর্বাঞ্চলে কোমসোমোলস্ক এলাকায় প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট নিরাপদে অবতরণ করেছেন। তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। এসইউ-৬৭ যুদ্ধবিমানটি প্রথম উড়েছিল ২০১০ সালে। রাডারে সহজে শনাক্তযোগ্য এই বিমানটি রাশিয়ার সুর্বাধুনিক প্রযুক্তির। এতে অত্যাধুনিক সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। দুই ইঞ্জিনের বিমানটির ডিজাইন করেছে সুখই কোম্পানি। যুক্তরাষ্ট্রের এফ-২২ রথ্যাপটর যুদ্ধবিমানের সাথে পাল্লা দিতে বিমানটি তৈরির পরিকল্পনা নেয়া হয়।
সেরা নিউজ/আকিব