সেরা নিউজ ডেস্ক:
ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করেন।
এরপর রবিবার তার নির্বাচনী আসন ঢাকা-১০ (একাদশ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন) শূন্য ঘোষণা করা হয়।
মেয়র পদে নির্বাচন করেত রোববার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস।
সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। তাপসের পদত্যাগে শূন্য হওয়া এ আসনে উপ-নির্বাচন হবে।
অপরদিকে, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।
সেরা নিউজ/আকিব