ক্রিকইনফোর দশক সেরা একাদশে সাকিব - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ক্রিকইনফোর দশক সেরা একাদশে সাকিব - Shera TV
শনিবার, ২৩ মার্চ ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

ক্রিকইনফোর দশক সেরা একাদশে সাকিব

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক:

শুরু হয়েছে নতুন দশক। পেছনে ফেলে আসা হয়েছে ২০১০’র দশক। আন্তর্জাতিক ক্রিকেটে এ দশ বছরে হয়ে ৩টি ওয়ানডে বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইংল্যান্ড। এর আগে ভারতের হাত ঘুরে শিরোপা পুনরুদ্ধার করেছিল অস্ট্রেলিয়া। এ দশকে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ উন্নতি করেছে বাংলাদেশও।

এছাড়া টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটেও উত্তেজনাপূর্ণ সব ম্যাচে ঠাসা ছিলো পুরো দশকটাই। দুইবার বিশ্ব টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা জিতেছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাও। টেস্ট ক্রিকেটে যেনো নবজাগরণই ঘটেছে ভারতীয় ক্রিকেট দলের। কম যায়নি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও।

আর এসব স্মরণীয় সব মুহূর্ত ও ম্যাচের কারিগর যারা, সেসব ক্রিকেটারদের নিয়ে চলছে দশক সেরা একাদশ গঠন। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনে দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি জায়গা করে নিয়েছেন জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর দশক সেরা একাদশেও।

গত ১০ বছরের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দশক সেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকইনফো। যেখানে শুধুমাত্র ওয়ানডেতেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাকি দুই ফরম্যাটে সাকিব ছাড়াও নেই অন্য কোনো টাইগার ক্রিকেটার।

ক্রিকইনফোর করা তিন ফরম্যাটের দশক সেরা একাদশেই জায়গা করে নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার মি.৩৬০ ডিগ্রিখ্যাত এবি ডি ভিলিয়ার্স। এছাড়া নারী ক্রিকেটেরও দশক সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো।

একনজরে দেখে নেয়া যাক ক্রিকইনফোর দশক সেরা একাদশগুলো

ক্রিকইনফোর দশক সেরা টেস্ট একাদশ
১. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) – ৮৮১৮ রান
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ৬৯৪৭ রান
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – ৬৩২২ রান
৪. বিরাট কোহলি (অধিনায়ক, ভারত) – ৭২০২ রান
৫. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) – ৭০১৩ রান
৬. বেন স্টোকস (ইংল্যান্ড) – ৩৭৩৮ রান ও ১৩৭ উইকেট
৭. এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা) – ৫০৫৯ রান, ৮০ ক্যাচ ও ৪ স্ট্যাম্পিং
৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৩৬২ উইকেট
৯. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) – ৪২৭ উইকেট
১০. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) – ২৬৭ উইকেট
১১. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) – ৩৬৩ উইকেট

ক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশ
১. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) – ৭২৬৫ রান
২. রোহিত শর্মা (ভারত) – ৭৯৯১ রান
৩. বিরাট কোহলি (ভারত) – ১১০৩৬ রান
৪. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) – ৬৪৮৫ রান
৫. রস টেলর (নিউজিল্যান্ড) – ৬৪২৮ রান
৬. মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক, ভারত) – ৫৬৪০ রান, ১৭০ ক্যাচ ও ৭২ স্ট্যাম্পিং
৭. সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৪২৭৬ রান ও ১৭৭ উইকেট
৮. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) – ১৬৪ উইকেট
৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ১৭২ উইকেট
১০. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ২৪৮ উইকেট
১১. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) – ১৭৩ উইকেট

ক্রিকইনফোর দশকসেরা টি-টোয়েন্টি একাদশ (শুধু আন্তর্জাতিক নয়, সব টি-টোয়েন্টি মিলিয়ে)
১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ১২২৮৯ রান
২. সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) – ২২৪১ রান ও ৩৭৯ উইকেট
৩. বিরাট কোহলি (ভারত) – ৮০০০ রান
৪. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) – ৭১৬৩ রান
৫. মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক, ভারত) – ৫৩৯৬ রান, ১৫৪ ক্যাচ ও ৭৭ স্ট্যাম্পিং
৬. কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) – ৯৪২৫ রান, ২৬৭ ক্যাচ
৭. আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) – ৫০৬৫ রান ও ২৭৬ উইকেট
৮. ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) – ৪৪০ উইকেট
৯. রশিদ খান (আফগানিস্তান) – ২৭২ উইকেট
১০. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ৩৩৫ উইকেট
১১. জাসপ্রিত বুমরাহ (ভারত) – ১৭৪ উইকেট

ক্রিকইনফোর দশক সেরা নারী একাদশ (ওয়ানডে ও টি-টোয়েন্টি সম্মিলিত)
১. স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ) – ওয়ানডেতে ৩৯৯৩ ও টি-টোয়েন্টিতে ২৬৩৯ রান
২. সুজি বেটস (নিউজিল্যান্ড) – ওয়ানডেতে ৩৬২১ ও টি-টোয়েন্টি ২৭৫৬ রান
৩. ম্যাগ লেনিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া) – ওয়ানডেতে ৩৬৯৩ ও টি-টোয়েন্টিতে ২৫৮০ রান
৪. মিথালি রাজ (ভারত) – ওয়ানডেতে ৩৩৩৯ ও টি-টোয়েন্টিতে ২১৯৪ রান
৫. সারাহ জেন টেলর (উইকেটরক্ষক ইংল্যান্ড) – ওয়ানডেতে ২৫৩১ রান, ৫৫ ক্যাচ ও ৩১ স্ট্যাম্পিং এবং টি-টোয়েন্ট্রিতে ১৮৭৭ রান, ১৮ ক্যাচ ও ৪৫ স্ট্যাম্পিং
৬. এলিসা পেরি (অস্ট্রেলিয়া) – ওয়ানডেতে ২৭১১ রান ও ১১৬ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১৮৭৭ রান ও ৯৭ উইকেট
৭. দেবেন্দ্র ডটিন (ওয়েস্ট ইন্ডিজ) – ওয়ানডেতে ২৩৪৯ ও টি-টোয়েন্টিতে ২৭১৫ রান
৮. ড্যান ফন নিকার্ক (দক্ষিণ আফ্রিকা) – ওয়ানডেতে ১১৭ উইকেট ও টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট
৯. আনা শ্রাবসোল (ইংল্যান্ড) – ওয়ানডেতে ৮৪ ও টি-টোয়েন্টিতে ৮২ উইকেট
১০. ঝুলান গোস্বামী (ভারত) – ওয়ানডেতে ১১৬ ও টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট
১১. আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ) – ওয়ানডেতে ১২৯ ও টি-টোয়েন্টিতে ১০২ উইকেট

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360