বিনোদন ডেস্ক:
বিয়ে করে সংসার করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর অপুর সঙ্গে নানা সময়ে খুনসুটির কথাও গণমাধ্যমে জানিয়েছেন তিনি। শ্বশুরবাড়ি নিয়ে তার একরাশ মুগ্ধতার খবরও জানিয়েছেন কিছুদিন আগে। এবার নতুন বছরের শুরুতেই জানালেন এখনও প্রকৃত প্রেমের দেখা পাননি তিনি।
২০২০ সালের নতুন ভোর দেখার জন্য যখন সবাই অপেক্ষায় ছিলেন। তখনই অন্তর্জালে ভোর ৫টার দিকে ফেসবুকে স্ট্যাটাসে হাহাকার ছড়ান মাহি।
থার্টিফার্স্ট নাইটেও স্বামী অপু নয়, অন্তর্জালে বন্ধুদের নিয়ে ছবি প্রকাশ করেছেন মাহি। ছবির ক্যাপশনে লিখেছেন ‘সত্যিকারের’ প্রেমের দেখা পাননি এ নায়িকা! তবে কী অপুর সঙ্গে মান অভিমানের পালা চলছে তার? প্রশ্ন উঠেছে ইন্টারনেট দুনিয়ায়।
এর আগে বিয়ের পর জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন রয়েছে। জায়েদ এবং মাহি উভয়ই বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
এদিকে মাহিয়া মাহি অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং এরইমধ্যে শেষ করেছেন। এতে নায়ক সাইমন সাদিক। এর বাইরে ‘স্বপ্নবাজি’ ছবির শুটিং শুরুর প্রস্তুতির খবর জানিছেন এ নায়িকা। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি।
সেরা নিউজ/আকিব