বিনোদন ডেস্ক:
মা ও মেয়েকে নিয়ে ওমরাহ হজ পালন করেছেন চিত্রনায়িকা ও মডেল পূর্ণিমা। বৃহস্পতিবার রাতে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।
পূর্ণিমার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। একটা সাদা রঙের বোরকা পরে আছেন পূর্ণিমা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।
গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। আগামী ৮ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রীর।
সেরা নিউজ/আকিব