অনলাইন ডেস্ক ঃরাজধানীতে আবারও আগু।কেরানীগঞ্জের কদমতলীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রনে কাজ করছে দমকল বাহিনীর কর্মীরা। বিস্ফোরণে আশপাশের অন্তত ২৫টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার (৫ জানুয়ারি) বেলা বারোটার দিকে আবাসিক এলাকার ভেতরে থাকা গোডাউনে বিকট শব্দে পরপর তিনটি বিস্ফোরণ হলে আশাপাশের অন্তত ২৫টি ভবনের দরজা জানালার কাঁচ ভেঙ্গে যায়। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে।
পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আবাসিক এলাকায় কীভাবে গোডাউন গড়ে উঠলো সে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।