নিজস্ব প্রতিবেদক:
চুক্তিতে আরও তিন বছর রাষ্ট্রপতির প্রেস সচিব থাকছেন মো. জয়নাল আবেদীন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় তথ্য ক্যাডারের এই কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।
আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন জয়নাল আবেদীন। তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ১১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের চুক্তিতে ফের রাষ্ট্রপতি প্রেস সচিব নিয়োগ পেয়েছেন তিনি।
বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব নিয়োগ পান। তিনি তখন তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০১৮ সালের ৫ জুলাই তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১) দেয়া হয়।
গত বছরের ৮ এপ্রিল রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। এক মাস না যেতেই রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ফিরে যান তিনি।
জয়নাল আবেদীন কর্মজীবনে জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সেরা নিউজ/আকিব