আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের বিমান অনিচ্ছাকৃত ভুলে গুলি করে ভূপাতিত করার কথা ইরোনের সামরিক বাহিনীর পক্ষ থেকে স্বীকার করার পর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পতনের দাবি জানিয়ে ‘ডেথ টু লায়ারস’ স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের ধাওয়া ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়।
বিক্ষোভকারীরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ফার্সিতে টুইট করে বলেছেন, তোমাদের সাহস উৎসাহব্যঞ্জক।