'সিএএ'-'এনআরসি' হবে না পশ্চিমবঙ্গে: মমতা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
'সিএএ'-'এনআরসি' হবে না পশ্চিমবঙ্গে: মমতা - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

‘সিএএ’-‘এনআরসি’ হবে না পশ্চিমবঙ্গে: মমতা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে ফের সুর চড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এ রাজ্যে কিছুতেই সিএএ ও এনআরসি চালু হতে দেবো। প্রয়োজনে একাই প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামবো।

সিএএ এবং এনআরসি নিয়ে দেশ জুড়ে লাগাতার বিক্ষোভ-আন্দোলন চলছে। তার জোরালো আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। সিএএ নিয়ে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে এ দিন তিনি বলেন, ‘‘আপনারা এনআরসি নিয়ে চিন্তা করবেন না। আমি আপনাদের পাশে আছি। কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবে না।’’ সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘সিএএ নিয়েও চিন্তা করবেন না। আমি বাংলার মানুষের পাশে আছি। এ মাটি আমাদের। বাইরের কে কী বলল, তা নিয়ে চিন্তা করতে হবে না।’’
এ দিন তার বক্তব্যে কোথাও বিজেপির নাম পর্যন্ত উল্লেখ করেননি মমতা। কিন্তু, বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির উত্থানের প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, ‘‘আমরা ভোটের সময় শুধুমাত্র পাহারাদার হিসেবে আসি না। আমি ৩৬৫ দিনের পাহারাদার। মানুষের বিরুদ্ধে কোনও কাজ আমি কোনও দিন করতে দেব না।’’

এনআরসি আটকাতে রাজ্যে এনপিআর-এর কাজ স্থগিত রাখা হয়েছে। সিএএ ও এনআরসি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই সম্প্রতি জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকও বয়কট করে পশ্চিমবঙ্গ। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম ওটা সেন্সাস। কিন্তু পরে দেখলাম, বাবা-মায়ের নাম, জন্মস্থান, তার প্রমাণ, জন্মের প্রশংসাপত্র চাওয়া হচ্ছে। ওই প্রশংসাপত্র তো আমিও দেখাতে পারব না।’’

সিএএ ও এনআরসি-র বিরোধিতা করলেও, এনপিআর নিয়ে কেন্দ্রের ওই বৈঠকে যোগ দিয়েছিল বহু রাজ্যই। সে কথা তুলে ধরে মমতা বলেন, ‘‘অনেকে প্রতিবাদ করেও বৈঠকে চলে গেল। কিন্তু, আমি যাইনি। আমি একলা চলব। একলাই প্রতিবাদ করব। কেউ পাশে না থাকলে একাই লড়ব। বাংলার সিএএ-এনআরসি হবে না।’’

দিন কয়েক আগে সিএএ নিয়ে প্রতিবাদ জানানোয়, জেএনইউ-র মতো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির কর্মী-সমর্থকের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360