গভীর সংকটে মোদি সরকার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
গভীর সংকটে মোদি সরকার - Shera TV
শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

গভীর সংকটে মোদি সরকার

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিল পাঁচ ট্রিলিয়ন অর্থনীতিতে ভারতকে পৌঁছে দেওয়া হবে। কিন্তু গত ছয় বছরের শাসনে অর্থনৈতিক হাল ধীরে ধীরে বেহাল হচ্ছে বলে বারবার সোচ্চার হয়েছিলেন অর্থনীতিবিদ অর্মত্য সেনের মতো অনেকে। এবার সেই পথে হাঁটল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)।

আইএমএফ এর দেওয়া তথ্য বলছে, আরও গভীর সংকটে মোদি সরকার, কেননা ক্রমাগত পিছিয়ে পড়ছে ভারতের অর্থনীতি। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলোর তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। প্রতিবছরে প্রায় তিনমাস অন্তর ভারতের অর্থনীতির মান পড়ছে। পতন হতে হতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এখনই পতন থেকে বাঁচতে দেশটির সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে আইএমএফ। কারণ অর্থনীতির পতনের কারণে ধনীরা আরও ধনী হয়েছে।
এছাড়া ধনী দরিদ্রের ফারাক প্রকট হয়েছে ভারতে। সেই ফারাক মেটানো এখুনি অসম্ভব। জিডিপি বৃদ্ধি কমেছে। মুদ্রাস্ফীতি বিপুল পরিমাণে বেড়েছে। এমনকি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআইয়) দেওয়া মাত্রা অতিক্রম করেছে মুদ্রাস্ফীতি। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির। তবে হাল ধরলে খুব দ্রুত গতিতে উন্নতি হবে বলেও আইএমএফ জানিয়েছে।

তবে যাইহোক, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির দেশে ভারতেকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি সরকার। দেশটির যা হাল তাতে সেটা একেবারেই সম্ভব নয় বলে মনে করছেন আইএমএফ। এমনকী দেশটির আর্থিক সংকট এতোটাই প্রবল আকার নিয়েছে যে রিজার্ভ ব্যাংতের তহবিলে হাত পড়েছে।

অন্যদিকে, চলতি আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির গতি কমে ৪.৮% হতে পারে বলে তারা নতুন পূর্বাভাসে জানিয়েছে। ২০১৯-২০ আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.১% হতে পারে বলে গত অক্টোবরে আইএমএফ তার পূর্বাভাসে জানিয়েছিল। তবে ২০২১ সালে বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, আগামী এক ফেব্রুয়ারি ২০২০-২১ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করবেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সূত্র : ইকোনোমিক টাইমস।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360