বিনোদন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি টুইট নকল করে বিপাকে পড়েছেন বলিউড এক অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তিনি এখন হাসপাতালে চিকিংসাধীন। মোদি দ্রুত তার আরোগ্য কামনা করে এক টুইট বার্তায় লেখেন, ‘গাড়ি দুর্ঘটনায় শাবানা আজমি আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।’
প্রধানমন্ত্রী মোদির এই টুইট নকল করেন অভিনেত্রী উর্বশী রৌতেলা। আর এখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। এরপর নেটিজেনদের তোপের মুখে পড়েন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী উর্বশী।
অবশ্য তার বিরুদ্ধে নকলের অভিযোগ এই প্রথম নয়। এর আগে মার্কিন ফ্যাশন মডেল জেলেনা নৌরা ‘গিগি’ হাদিদের একটি টুইট নকল করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
সেরা নিউজ/আকিব