বিনোদন ডেস্ক:
মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ সি জে পার্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন পামেলা অ্যান্ডারসন। কিন্তু বিয়ে আর বিচ্ছেদ নিয়ে বরাবরই সমালোচনার কেন্দ্রে থাকেন তিনি। এবার পঞ্চমবারের মতো বিয়ে করে আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছেন পামেলা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘ব্যাটম্যান’ খ্যাত প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পামেলা অ্যান্ডারসন। যুক্তরাষ্ট্রের মালাইবুতে এক ঘরোয়া পরিবেশনে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পিটার একাধিক জনপ্রিয় হলিউড সিনেমা প্রযোজনা করেছেন। এরমধ্যে ১৯৭৬ সালে মুক্তি পাওয়া স্ট্রেইস্যান্ডের ‘অ্যা স্টার ইজ বর্ন’, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান’ এবং ১৯৯৯-এর ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ অন্যতম।
৫২ বছর বয়সী এ অভিনেত্রীর এর আগে চারটি বিয়ে হয়। সর্বশেষ ফ্রান্সের ফুটবল তারকা আদিল রামির সঙ্গে লিভইনে ছিলেন তিনি।
সেরা নিউজ/আকিব