মাত্র ১০ বছর বয়সে তাক লাগানো সৃষ্টি! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
মাত্র ১০ বছর বয়সে তাক লাগানো সৃষ্টি! - Shera TV
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

মাত্র ১০ বছর বয়সে তাক লাগানো সৃষ্টি!

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

তথ্য-প্রযুক্তি ডেস্কঃ  বয়স তার মাত্র ১০। তাতে কি? এই বয়সেই সে মায়ের প্রতি ভালোবাসা ও তার সৃষ্টি কর্মের যে নমুনা দেখিয়েছেন তাতে শোড়গোল ফেলে দিয়েছেন চারপাশে। খুদে এই বিজ্ঞানীর নাম আয়মান আল আনাম। ১০ বছর বয়সেই বানিয়ে ফেলেছেন মায়ের নামে চ্যাট ও ভিডিও কলিং এর অ্যাপ।চট্টগ্রামের বাসিন্দা আয়মান চট্টগ্রামের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র।মায়ের নামের সাথে মিলিয়ে আয়মান অ্যাপটির নাম রেখেছে- লিটা। যা ইতোমধ্যে গুগল প্লে স্টোর থেকে ১৫ হাজারের ও বেশি ডাউনলোড হয়েছে।

অ্যাপ তৈরীর বিষয়ে আয়মান আল আনাম জানায়, সম্প্রতি বাংলাদেশে মানুষ বেশি অ্যাপ নির্ভর হয়ে পড়েছেন। কথা বলার জন্য হোয়াটসআপ, ইমো, ভাইবার ব্যবহার করছেন। এমনকি স্বাস্থ্য সচেতনতার জন্যেও অ্যাপের ওপর নির্ভর করছে অনেকে। তাই আমি এই বিষয়টির দিকে বেশি নজর দিয়েছি।

আয়মান আরো বলে, বার্তা আদান-প্রদানের জন্য আমরা বিদেশি সব অ্যাপ ব্যবহার করছি। এতে আমাদের গোপনীয়তা আর থাকছে না। তাই আমার ভাবনায় এলো, যোগাযোগ রক্ষার্থে কেন আমরা নিজেদের কোনো অ্যাপ ব্যবহার করছি না! সেই চিন্তা থেকেই অ্যাপটি তৈরি করেছি আমি।

আয়মানের দাবি, তার অ্যাপ ব্যবহারে অন্য সব যোগাযোগের অ্যাপের চাইতে ভালো মানের ভিডিও ও শব্দ পাওয়া যাবে। অন্য সব অ্যাপের তুলনায় এটি দিয়ে বড় আকারের ফাইল আদান-প্রদান সম্ভব।

কিভাবে অ্যাপটি তৈরী করলেন এমন প্রশ্নের জবাবে আয়মান জানায়, শুধু ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখেই অ্যাপটি নির্মাণ করতে সক্ষম হয়েছে সে।অ্যাপটি তৈরীতে তার দীর্ঘ ১০ মাস সময় লেগেছে। আর কোনো বিশেষজ্ঞের সাহায্য ছাড়াই সফল হয়েছে সে।

আয়মানের এই অ্যাপ তৈরীর বিষয়ে বুয়েটের প্রফেসর ড. মো. কায়কোবাদের অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন, প্রযুক্তি বিষয়ে ছেলেটির জ্ঞান আল্লাহ প্রদত্ত। আমাদের উচিত তার প্রতিভাকে বিকষিত করতে তাকে সমর্থন দিয়ে যাওয়া।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360