ইন্টারন্যাশনাল ডেস্ক:
উত্তেজনা বাড়িয়ে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘গজনভি’ নামে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে ক্ষেপণাস্ত্রটি দ্বিতীয়বারের মতো সফল উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
‘গজনভি’ নামে এই স্থল ক্ষেপণাস্ত্রটি দিয়ে ২৯০ কিলোমিটার দূরত্বে আঘাত হানা যাবে বলে জানিয়েছে পাকিস্তান।
এ ব্যাপারে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে। এর উদ্দেশ্য হল সেনা কৌশলগত কমান্ড বাহিনীর অভিযানের প্রস্তুতি পরীক্ষা করা।
‘গজনভি’ পাকিস্তানের স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের হাতে শাহিন ও গৌরি নামেও আরও দুটি একই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে।
সূত্র: ডন
সেরা নিউজ/আকিব